দর্পণ ডেস্ক : বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি। গত মার্চে রনি রিয়াদ রশিদের বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া। তারা দীর্ঘ সাত বছর ধরে প্রেম করেছেন। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এগুলো হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘যদি কিন্তু তবুও’ ইত্যাদি। এছাড়া কলকাতার নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ নামের একটি সিনেমাতেও কাজ করছেন ফারিয়া।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.