দর্পণ ডেস্ক : সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এ বছরের ইউএস ওপেনের ফাইনালে উঠলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এক ঘণ্টা, ৫৬ মিনিটের খেলার ফল ১–৬, ৬–৩, ৬–৩। ২০১৩ সালে ইউএস ওপেনের ফাইনালেই সেরেনার কাছে হেরেছিলেন তিনি। তারপর এই প্রথম কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন আজারেঙ্কা। নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্লাম জিতে মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন এবারও অধরা রয়ে গেল সেরেনার।
জয়ের পর আজারেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে এমন একজন সেরা চ্যাম্পিয়নের সঙ্গে খেলে আমি কৃতজ্ঞ। ফাইনালের পথে আপনাকে সেরা খেলোয়াড়দেরই হারাতে হয় এবং নিশ্চিতভাবে আজ তেমনই একটা দিন ছিল।’
প্রথম সেটে ১–৬–এ হারলেও পরের দুটি সেরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সেরেনার হাত থেকে বের করে নেন আজারেঙ্কা। সে কথা উল্লেখ করে ৩১ বছরের আজারেঙ্কা বলেছেন, ‘আমি নিজেকে একটা বড় গর্তে ফেলে দিয়েছিলাম- ও আমাকে প্রথম সেটে ওই বড় গর্তে ফেলে দিয়েছিল। আমাকে ওখান থেকে বেরনোর জন্য একের পর এক চড়াই উঠতে হয়েছে। আমি খুশি যে আমি সেটা করতে পেরেছি।’
ফাইনালে তার সামনে নাওমি ওসাকা। জেনিফার বার্ডিকে অন্য সেমিফাইনালে ৭–৬ (১), ৩–৬, ৬–৩–তে হারিয়েছেন নাওমি।