পটুয়াখালী প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ’বিএনপি জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করবে এবং এ বছরই জাতীয় নির্বাচন কার্যক্রম শেষ হবে। আগামী সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতি গ্রহন করতে চাই, তবে আপনারা যদি দেখেন কোন ত্রুটি নাই তবে সকল
এলাকা না হলেও আংশিক এলাকায় ইভিএম পদ্ধতি চালু করা হবে।’
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি: জেনারেল মাহমুদ সাইদুল ইসলাম, মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, মোস্তফা ফারুক, মহাপরিচালক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, মো: সাইদুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার ও বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান প্রমূখ।