দর্পণ ডেস্ক : ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করায় চিত্রনায়িকা মুনমুনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আদালত। মসজিদের পাশে কুরুচিপূর্ণ নাচের ঘটনায় এ নোটিশ দেয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান। ওই লিগ্যাল নোটিশে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে এই নায়িকাকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখিপুর পৌর এলাকার স্থানীয়দের সঙ্গে নৌকা ভ্রমণে যান মুনমুন। শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে খাওয়া-দাওয়া শেষে আয়োজনকদের অনুরোধে নাচেন মুনমুন। উপস্থিত অনেকেই সেই নাচের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, মুনমুন যেখানে নাচছেন, তার পেছনেই একটি ঘরে ‘মসজিদ’ সাইনবোর্ড লাগানো। এ নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.