দর্পণ ডেস্ক : মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। ক্যাপশনে লিখেছেন- ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আসছে।’ আর তাতেই যা বোঝার বুঝে নিয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ীরা। তারাও এমন একটি খুশির খবর শোনার অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে আনুশকার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। প্রতিবারই তিনি মুচকি হেসে এড়িয়ে গেছেন।

দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। অবশেষে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

আনুশকার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা। অভিনেত্রী আলিয়া ভাট হার্ট ইমোজি কমেন্টস করেছেন। মৌনি রয় লিখেছেন, ‘অনেক অনেক খুশি।’ এছাড়া সামান্থা আক্কিনেনি, তাপসী পান্নু, সানিয়া মির্জাসহ অনেক তারকা ও ভক্তরা বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানিয়েছেন।