দর্পণ ডেস্ক : টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো।

বুধবার (২৬ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে সেইন্ট লুসিয়া জুকসের ওপেনার রাকীম কর্নওয়েলের উইকেট তুলে নিয়ে নতুন এই ইতিহাস গড়েছেন ব্র্যাভো।

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ইনিংসে নিজের প্রথম ওভারেই কর্নওয়েলকে তুলে নিয়ে ৫০০তম উইকেটের দেখা পান ব্র্যাভো। এর আগে প্রথম বোলার হিসেবে ৩০০ ও ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছিলেন তিনি।

এর আগে এই ফরম্যাটে আর কোনো বোলার এমনকি ৪০০ উইকেটের মাইলফলকই ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক লাসিথ মালিঙ্গা এখন ৪০০ ছোঁয়ার অপেক্ষায়। লঙ্গান পেসারের উইকেট সংখ্যা ৩৯০টি। ৩৮৩ উইকেট নিয়ে এরপরই আছেন ব্র্যাভোর স্বদেশী স্পিনার সুনীল নারাইন।