দর্পণ ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী এষা গুপ্তার ভক্তরা হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাথে তার কিছুটা মিল খুঁজে পেয়েছেন।

মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন এষা। বলিউডে প্রথম পা রেখেই নজর কেড়েছিলেন তিনি। কারণ তার চেহারার সঙ্গে নাকি মিল রয়েছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির! অনেকেই চেহারা ও ব্যক্তিত্বে হলিউডি ছাপ রয়েছে এষার বলে মন্তব্য করেছেন।

কখনো বিকিনি আবার কখনও কোনো ওয়েস্টার্ন গাউন, সব কিছুতেই সমানভাবে লাস্যময়ী এষা গুপ্তা। ২০০৭ সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এর খেতাব জিতেছিলেন এষা।

২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে জান্নাত-২ এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সূত্র: ইন্ডিয়া টিভি