দর্পণ ডেস্ক : ঈদের আগে টানা কাজে বেশ ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার ‘সুপারস্টার’ মেহজাবীন চৌধুরী। তাই ঈদের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এরমধ্যে কাজে ফিরতে দেখা যায়নি তাকে। এরই মধ্যে ঈদের আমেজ শেষ করে পরদিন থেকে অনেকেই কাজে ফিরেছেন। ঈদের বিরতি শেষে অবশেষে শুটিংয়ে অংশ নিলেন এই নাট্যতারকা।
গত রোববার একটি নাটকে অংশ নেয়ার মধ্য দিয়ে কাজে ফিরলেন মেহজাবীন। ‘আবার ভালোবাসার সাধ জাগে’ শিরোনামের এই নাটক দিয়ে ফিরলেন তিনি। তুহিন হোসেন পরিচালিত এই নাটকটিতে মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো।
মেহাজাবীন বলেন, ঈদের পর পরই কাজে ফিরতে চাইনি। পরিবারের সঙ্গে একটা আনন্দঘন সময় পার করেছি। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে এই কিছুদিন কাজ করিনি। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। আর একটু গ্যাপ দিয়ে কাজ করবো এখন। একেবারে টানা কাজ করতে চাই না।