দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ফরাসি ক্লাব লিঁও। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে মৌসা দেম্বেলের জোড়া গোলে ৩-১ ব্যবধানে সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করেছে লিঁও।

সেমিফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিঁও। আগের ম্যাচে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ চার নিশ্চিত করে বাভারিয়ানরা। আরেক সেমিতে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি এবং জার্মান ক্লাব লিপজিগ।