দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাসের বিদায়ের পর পরই দলটির কোচের দায়িত্বে থাকা মাউরিসিও সারিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জুভেন্টাসের সাবেক ফুটবলার আন্দ্রে পিরলোকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জুভেন্টাসের কোচের পদ থেকে সরিয়ে দেয়া হলো মাউরিসিও সারিকে। নতুন কোচ হলেন ইতালি ফুটবলের মহাতারকা আন্দ্রে পিরলো।
২০০৬ সালে ইতালির বিশ্বচ্যাম্পিয়ন টিমের অন্যতম সদস্য পিরলো কদিন আগেই জুভেন্টাসের অনুর্ধ ১৯ দলের কোচ নিযুক্ত হন। এবার একেবারে সিনিয়র টিমের।
সারির কোচিংয়ে কদিন আগে জুভেন্টাস সিরি আ চ্যাম্পিয়ন হলেও তার কোচিংয়ের সমালোচনা চলছিল। করোনার জন্য সাড়ে তিন মাস খেলা বন্ধ থাকার পর জুভেন্টাসের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। শেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল জুভরা।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে লিওঁর বাধা টপকাতে না পারাটাই সারির বিরুদ্ধে বড় হয়ে দাঁড়াল। ১৯৯৬ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল জুভেন্টাস। তারপর পাঁচবার ফাইনাল খেলেও ট্রফি ছিল অধরা। এমনকি ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এনেও কোনো ফল হয়নি। এখন দেখার পালা পিরলো-রোনালদো জুটি সামনের মৌসুমে জুভেন্টাসকে ইউরোপ সেরা করতে পারেন কিনা।