দর্পণ ডেস্ক : লকডাউনের মধ্যেই সোশ্যাল সাইটে নানা রকম দুষ্টুমি করতে দেখা যেত ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে। সবার পেছনে লাগতেন তিনি। এতে অনেকে মজা পেলেও ক্রিস গেইলের মতো কেউ কেউ আবার বেজায় বিরক্তও হয়েছেন। অনলাইনে ছেলেমানুষি, দুষ্টুমি করা সেই চাহাল এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গতকাল শনিবার সোশ্যাল সাইটে কনের সঙ্গে ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টা জানান।
চাহালের হবু স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা পেশায় একজন ডাক্তার। ইউটিউবে তার একটি চ্যানেলও আছে। সেখানে তিনি কোরিওগ্রাফার হিসাবে কাজ করেন। ছবি পোস্ট করে চাহাল লিখেন, আমার দুজন পরিবারের সম্মতিতে পরস্পরকে ‘হ্যাঁ’ বলেছি। চাহালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই লেগে যায় ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের। তবে এদিন ড্যানিয়েল তাকে রাগানোর মতো কিছুই লিখেননি। বরং জানিয়েছেন শুভেচ্ছা। বিয়ের খবর পাকা হওয়ায় চাহালকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ। তিনিও সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় চাহালের সঙ্গে মজা করেন।
১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। ২০ অগাস্ট থেকে দুবাইয়ে পা রাখতে শুরু করবেন ক্রিকেটার-সাপোর্ট স্টাফরা। আইপিএল থেকে ফিরে এসেই পাকাপাকি সংসার শুরু করে দেবেন চাহাল। তবে কনের সঙ্গে তার পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।