দর্পণ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। শুধু বলিউড নয়, নীল ছবি জগতেও জনপ্রিয় ছিলেন তিনি। তবে ছবি ছেড়ে দেয়ার পরও যেন সেই ‘সম্বোধন’ তার পিছু ছাড়ছে না।
২১ মাস বয়সে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি। তিন বছর আগে এই দিন নিশাকে ঘরে এনেছিলেন তিনি। সানি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিশার জন্মদিন পালনের ছবি শেয়ার করেছেন। সেখানে আবেগ মিশিয়ে লিখেছেন- ৩ বছর আগে তুমি আমাদেরকে বাবা-মা হিসেবে পছন্দ করেছিলে। তোমাকে দেখাশোনা করবো এই বিশ্বাস করেছিলে। আমাদের দেখিয়েছিলে সত্যিকার ভালোবাসা কী! দ্বিতীয়বার তোমায় দেখেছি, আমি জানি তুমি আমার মেয়ে, আজ আমি তোমায় দেখছি, দেখে একটা আভাসা পাচ্ছি- একদিন তুমি স্বাধীনচেতা শক্তিশালী মনোভাবের নারী হয়ে উঠবে।
সানির আগে ১১ জন দম্পতি নিশাকে দত্তক নিতে চাননি। শুধু মাত্র নিশার গায়ের রঙের জন্য। কোনো প্রশ্ন না করে নিশাকে আপন করেছিলেন সানি। ১৬ জুলাই মেয়ের জন্মদিনে সানি লিখেছেন, ‘আমি সব সময় তোমার পাশে আছি। তোমার মুখের হাসি আমাদের বাঁচার পথ দেখায়।”