দর্পণ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় রোববার (১৮ জুলাই) থেকে হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। বর্তমানে যারা অনুশীলনের জন্য আবেদন করেছেন শুধুমাত্র তারাই অনুশীলন করছেন।

ঢাকা থেকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস অনুশীলনের জন্য আবেদন করেছেন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরো দুই ক্রিকেটার। এরা হলেন দুই পেসার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।

সোমবার (২০ জুলাই) বিসিবির অনুশীলনের নতুন সূচিতে তাদের নাম যোগ করা হয়। মেহেদি হাসান রানা মঙ্গলবার (২১ জুলাই) আর তাসকিন আহমেদ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।