দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় পুকুরে ডুবে মো. মামুন খলিফা (৩৮) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নীলগঞ্জ আবসনের পুকুরে গোসল করতে নেমে এ দূর্ঘটনার শিকার হয় সে। মামুন ওই আবাসনের ১৩০ নাম্বার ঘরে থাকতো। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আলমগীর হোসেন জানান, রাতে সুইপারের কাজ করে এসে আবাসনের সামনে পুকুরে গোসল করতে নামে মামুন। অনেক সময় ধরে ঘরে না ফেরায় স্থানীয়রা খোঁজাখুজি করে মৃত অবস্থায় ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে। ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.