দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় দৈনিক যায়যায়দিনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। যায়যায়দিন কলাপাড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক চঞ্চল সাহা’র সভাপতিত্বে ও সাংবাদিক অ্যডভোকেট গোফরান বিশ্বাস পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, সাংবাদিক জীবন কুমার মন্ডল, কমরেড নাসির তালুকদার, সাংবাদিক মোশারেফ মিন্টু, অমল মূখার্জী, নেছারউদ্দিন আহম্মেদ টিপু প্রমূখ।