দর্পণ ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে ফ্রান্স ছাড়লেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ও তার সতীর্থ থিয়াগো সিলভা। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে দুজনই নিজ দেশ ব্রাজিলে ফিরে গেছেন।
মঙ্গলবার ফ্রান্স অবরুদ্ধ ঘোষণা হওয়ার আগেই দেশ ছেড়েছেন তারা।
এদিকে পিএসজি তাদের সব খেলোয়াড়কে দেশ ছাড়ার এবং স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার অনুমতি দিয়েছে। যারা প্যারিসে থাকতে চান, তাদেরও ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাতেই নেইমার ও সিলভা ক্লাবের সম্মতি নিয়ে ফ্রান্স ছেড়েছেন।
পিএসজির আরও কয়েকজন খেলোয়াড় ও স্টাফরা তাদের দেশে ফিরেছেন। কেউ কেউ আবার তাদের পরিবার নিয়ে প্যারিসেই থেকে গেছেন।
করোনার কারণে ফ্রান্সের শীর্ষ দুই বিভাগীয় ফুটবল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।