দর্পণ ডেস্ক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র দর্শকের মনে দাগ কাটেন। এরপর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। প্রথম ছবির মতো কোনো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছেন বলে জানান তিনি। এদিকে এবার একটি শিশুতোষ চলচ্চিত্রে দেখা যাবে ভাবনাকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাণ হবে এটি। নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এটি নির্মাণ করছেন সালমান হায়দার। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।
এতে শেখ রেহানা চরিত্রে ভাবনা অভিনয় করবেন। অন্যদিকে এই অভিনেত্রী বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘বোকা ভূত’ নামের একটি ধারাবাহিকের শুটিং। এর নির্মাতা অনিমেষ আইচ। এটি দুরন্ত টিভির জন্য নির্মিত হয়েছে। ভাবনা তার কাজ ও ব্যস্ততা প্রসঙ্গে বলেন, আমি বরাবরই আমার লক্ষ্যে অটুট থাকি। কখনো অনেক কাজের জন্য অস্থির হয়ে পড়ি না। আমি মনে করি, কাজের সংখ্যা কম হোক। কিন্তু সেটি অবশ্যই ভালো কিছু হতে হবে।