এর আগে করোনাভাইরাসের কারণে বিশ্বের বড় বড় ফুটবল লিগও স্থগিত ঘোষণা করা হয়েছে
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) পড়লো।
আইপিএল ২০২০ আসর ১৫ এপ্রিল পর্যন্ত পেছানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। খবর ইএসপিএনক্রিকইনফোর।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরামর্শের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এর শীর্ষ নেতৃবৃন্দ ও সেক্রেটারি জে শাহ এবং আইপিএলের শীর্ষ ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার আইপিএল আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে, শনিবার মুম্বাইয়ে স্বতন্ত্রভাবে মালিকদের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, করোনাভাইরাসের কারণে পূর্ব সতর্কতা হিসেবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত ঘোষণা করা হলো।
এর আগে করোনাভাইরাসের কারণে বিশ্বের বড় বড় ফুটবল লিগও স্থগিত ঘোষণা করা হয়েছে।