দিবাকর সরকার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ১২৮ তম তিরোধাম উৎসব উপলক্ষ্যে ও নব নির্মিত লোকনাথ মন্দির প্রতিষ্ঠার উপলক্ষ্যে নাচনাপাড়া শ্রী শ্রী সর্ব জনীন কালী ও লোকনাথ মন্দির কমিটির আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালি মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়। র‌্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। মন্দির কমিটির সভাপতি মিলন কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার। অন্যন্যের মধ্যে বত্তব্য রাখেন মন্দির কমিটির সাধারন সম্পাদক কমল বিশ্বাস, পৌর কাউন্সিলর মোসা: মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ অবনি রায়, সুমন বৈষ্ণব।