জি কে শামীম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানিয়েছেন, জি কে শামীমের জামিনের বিষয়ে তিনি কিছুই জানেন না

অস্ত্র ও মাদকের দু’টি মামলায় যুব লীগের বহিষ্কৃত নেতা গোলাম মুহাম্মদ শামিমকে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে বিষয়টি সম্পর্কে জ্ঞাত নয় বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

শনিবার (৭ মার্চ) ঢাকা ট্রিবিউনকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান। 

শওকত ওসমান বলেন, অস্ত্র ও মাদকের দু’টি মামলায় ৪ ও ৬ ফেব্রুয়ারি জি কে শামীমকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও এস এম মুজিবুর রহমানের বেঞ্চ অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করেন।

তিনি বলেন, “আমরা ১২ ফেব্রুয়ারি লিখিত আদেশ পেয়েছি এবং কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছে গেছে।” 

দু’টি মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না জি কে শামীম। কারণ তার বিরুদ্ধে করা অপর দু’টি মামলায় তিনি এখনো কারাবন্দি আছেন। 

এদিকে আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানিয়েছেন, জি কে শামীমের জামিনের বিষয়ে তিনি কিছুই জানেন না। জামিনের আবেদনের কোনো কাগজ তার কাছে পাঠানো হয়নি। 

এবিষয়ে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, সাধারণত কোনো অভিযুক্তের জামিন আবেদনের বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে হয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে, সেখানে কোনো জালিয়াতি হয়েছে কিনা। 

গতবছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর জি কে শামীমকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর একদিন পর ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে তার নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ মাদক ও অর্থ উদ্ধার করা হয়।