শনিবারের ভবন ধসের ঘটনায় এখনও ৯ ব্যক্তি নিখোঁজ রয়েছেন
চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি হোটেল ধসের দীর্ঘ ৬৯ ঘণ্টা (প্রায় ৩ দিন) পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় বলে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
দেশটিতে “কোভিড-১৯” রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ওই করোনাভাইরাসে আক্রান্তদের রাখার জন্য হোটেলটিকে কোয়ারেন্টাইন করা হয়। গত শনিবার হোটেলটির ভবন ধসে অন্তত ২০ জন নিহত হন। এখনও ৯ জন নিখোঁজ রয়েছে।
সিনহুয়া জানায়, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তিকে উদ্ধারের পরপরই হাসপাতালে নেয়া হয়। এর আগে দুর্ঘটনার ৫২ ঘণ্টা পরে সোমবার মধ্যরাতের দিকে ১০ বছরের একটি ছেলে এবং তার মাকে উদ্ধার করা হয়। তবে জীবিত উদ্ধার হওয়া সর্বশেষ এই তিনজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।