সড়ক দুর্ঘটনা

শিশুটি বাড়ির সামনের সড়কে বাইসাইকেলের টায়ার নিয়ে খেলছিল

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভজনপুর ও জগদল-দেবনগর সড়কের জগদল বাজার এলাকায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ এলাকার মানিক হোসেনের ছেলে রাজিউল ইসলাম (৫) ও একই উপজেলার দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আনারুল ইসলামের মেয়ে ময়ুরী আক্তার (১৬) এবং স্থানীয় দেবনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসা থেকে দুলাভাইয়ের মোটরসাইকেলে করে ময়ুরী পঞ্চগড় শহরে যাচ্ছিল। পথিমধ্যে একটি বালু বোঝাই ট্রাককে অতিক্রম করলে ময়ুরী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর দিকে শুক্রবার (৬ মার্চ) বিকেলে শিশু রাজিউল ইসলাম বাড়ির সামনের সড়কে বাইসাইকেলের টায়ার নিয়ে খেলছিল। এ সময় ভজনপুর-ভুতিপুকুর সড়ক দিয়ে যাওয়া একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক স্কুলছাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।