তাহমিনা আক্তার সোনিয়া, বিনোদন ডেস্ক : আল – সামাদ রুবেল একজন তরুন উদীয়মান অভিনেতা । নির্মাতা তেীকির আহমেদের ফাগুন হাওয়া চলচ্চিত্রের মাধ্যমে যার চিত্র জগতে আর্বিভাব। আর তারই ধারাবাহিকতায় জাজ মাল্টিমিডিয়ার দহন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে উদীয়মান অভিনেতা রুবেল ।নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় আল-সামাদ আহমেদ রুবেলের। এবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফি।
‘দহন’ সিনেমাটি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে নির্মাণ করা হবে। সিনেমাটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফটোসাংবাদিকের ভুমিকায় অভিনয় করবেন রুবেল। তিনি মিডিয়াপোস্টকে জানান, “আমি এই সিনেমায় কাজের সুযোগ পেয়ে অনেক উচ্ছ্বাসিত এবং সেরাটি দিয়েই এই সিনেমায় কাজ করবো।”
রুবেল সহশিল্পী হিসেবে পাবেন সিয়াম, পূজা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত ও সেতুর মতো গুণী অভিনেতা ও অভিনেত্রীদের। ঈদের পর নায়া পল্টন, মিরপুর দোয়েল চত্বর, ফার্মগেট ইত্যাদি জায়গায় সিনেমাটির দৃশ্যায়ন করা হবে। তিনি ২০০৮ সাল থেকে প্রায় দশ বছর ধরে নাট্যজগতের সাথে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একজন সক্রিয় নাট্যশিল্পী। এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা ‘মহাস্থান’ নাটকে কাজ করছেন।