অনলাইন ডেস্ক : মাথায় যাদের চুল নেই তারাই একমাত্র বুঝতে পারে চুল না থাকার কষ্ট। অনেকের অবশ্য চুল নিয়ে তেমন কোনো আক্ষেপ নেই। আবার কেউ কেউ চুল না থাকা নিয়ে ভীষণ আফসোস করেন।

তাদের জন্য সুখবর! আলুভাজা খেলে চুলহীন মাথায় চুল গজায়! তবে এই আলুভাজা কিন্তু বাসায় ভাজা আলু নয়। চুলহীন মাথায় চুল গজানোর অদ্ভুত এই উপায় শনাক্ত করেছে বিজ্ঞানীরা। তবে বিষয়টি শুনতে বেশ হাস্যকর মনে হতে পারে।

সম্প্রতি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের গবেষণায়, এমন তথ্য উঠে এসেছে।

জাপানের গণমাধ্যম ‘রিফাইনারি ২৯’-এর প্রতিবেদনে বলা হয়, জাপানি বিজ্ঞানীরা জানিয়েছেন, আলুভাজাটি হতে হবে ‘ফ্রেঞ্চ ফ্রাই’ এবং সেটির প্রস্তুতকারক সংস্থাটি হতে হবে ম্যাকডোনাল্ডস।

বিজ্ঞানীদের মতে, ম্যাকডোনাল্ডস-এর ফ্রেঞ্চ ফ্রাইতে এমন এক রাসায়নিক রয়েছে, যা চুলহীনতার মোকাবেলা করতে পারে। সিলিকন থেকে তৈরি সেই রাসায়নিকটির নাম ‘ডাইমিথাইল পলিসিলোকজেন’। এই উপকরণটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের তৈলাক্ত ভাব দূর করে। তেলের সঙ্গে মিশিয়েই এটি ব্যবহার করা হয়।

ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দল প্রথমে এই রাসায়নিক ইঁদুরের উপরে পরীক্ষা করেন, তাতে সুফল মিললে তারা জানান, এটি মানুষের মাথায়ও চুল গজানোর মতো ক্রিয়ায় কাজে আসতে পারে। তাদের গবেষণাপত্রটি ‘বায়োমেটিরিয়ালস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে।

তবে সেই সঙ্গে একথাও বিজ্ঞানীরা জানিয়েছেন, কেবল আলুভাজা খেলেই হবে না। এই রাসায়নিকটি অবশ্যই থাকতে হবে। গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়া মাত্রই টুইটারে বিপুল শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।