নারী দ্বারা পরিচালিত যে গ্রামে পুরুষের প্রবেশ ও বসবাস নিষিদ্ধ!

গতকাল ৮ মার্চ ছিল বিশ্ব নারীদিবস। নারী দিবসে আলোচনার কেন্দ্রে চলে এলো শীর্ষে কেনিয়ার একটি গ্রাম উমোজা। এই গ্রামে পুরুষদের বসবাস করা তো দূরের কথা, প্রবেশও নিষিদ্ধ। কেন এমন অদ্ভুত নিয়ম চালু করা হল এই গ্রামে, আসুন জেনে নেওয়া যাক-

১৯৯০ সালে গ্রামটি গড়ে ওঠে ১৫ জন ধর্ষিতা নারীর উদ্যোগে। এই ১৫ জন নারী এই গ্রামে একসঙ্গে বসবাস শুরু করেন। পরবর্তীকালে আশেপাশের এলাকা থেকেও সামাজিক ও পারিবারিক নির্যাতনের শিকার হওয়া নারীরা এরপর এখানে এসে বসবাস করা শুরু করেন। ২০১৫ সালে এই গ্রামে বসবাসকারী নারীদের সংখ্যা দাঁড়ায় ৪৭ জনে।

প্রতি বছর নিয়ম করে এই গ্রাম পরিচালনার দায়িত্ব ভার পরিবর্তন করা হয়। প্রতি বছর ২ জন করে প্রতিনিধি গ্রাম পরিচালনা দায়িত্ব পান। বর্তমানে এই গ্রামে শিশুসহ মোট ৪০০ জনের বসবাস। ছোটদের পড়াশোনার দায়িত্ব থেকে সংসার চালানোর যাবতীয় ভার বয়ে চলেছেন গ্রামের নারীরাই। বিশ্ব নারীদিবসে ব্যাতিক্রমী হিসাবে উমোজা গ্রামের বাসিন্দারা পথ দেখাচ্ছেন বিশ্বের লক্ষ লক্ষ নিপীড়িত নারীদের।

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ