লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামের চারটি মাদরাসার পাঠদানের অনুমতি স্থগিত ও একাডেমিক স্বীকৃতি বাতিল করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। একই ভাবে জেলার অন্যান্য উপজেলার আরো সাতটি মাদরাসার স্বীকৃতিও বাতিল করা হয়েছে। এসব মাদরাসা থেকে ২০১৭ ও ২০১৮ সালে কোনো শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ না নেয়ায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের ২৮মে’র নোটিশে এ তথ্য জানানো হয়। এসব মাদরাসাগুলো হলো-হারোয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, রাজাপুর দাখিল মাদরাসা, বড়াইগ্রাম বালিকা দাখিল মাদরাসা ও সরাবাড়িয়া দাখিল মাদরাসা। প্রাথমিক পাঠদান অনুমতি স্থগিত, একাডেমিক স্বীকৃতি বাতিল এবং অনলাইন পাসওয়ার্ড, মাদরাসার কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেয়ার পাশাপাশি চলতি বছর থেকে এসব প্রতিষ্ঠানে আর কোন শিক্ষা কার্যক্রম না চালানোর নির্দেশনাও দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকটবর্তী স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসাগুলোতে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.