দুর্ঘটনাকবলিত ট্রেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনিগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দুই জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মীদের রবাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনিগামী যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।

দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ট্রেনটি ওয়ালান শহরের কাছে লাইনচ্যুত হয়। এতে দুই জনের মৃত্যু হয়। সিডনিগামী ওই ট্রেনে প্রায় ১৬০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ২০টিরও বেশি জরুরি সেবা বিভাগের গাড়ি পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এএটি