চট্টগ্রাম: ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল ছিলেন বাংলাদেশের ফুটবলের পথিকৃৎ। ফুটবলকে এক অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাউজান সরকারি আর আর এ সি মডেল হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফজলে করিম।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও রাউজান শরীফপাড়া খেলোয়াড় সমিতির সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের আহ্বায়ক ও রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের যুগ্ম আহ্বায়ক তপন দের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ।
খেলায় অংশ নেয় বঙ্গবন্ধু রানীরহাট স্পোর্টিং ক্লাব বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া।
টুর্নামেন্টের স্পন্সর ছিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, জে কে গ্রুপ ও আজিজুর রহমান ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জেইউ/টিসি