শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, শুক্রবার ভোর সাড়ে তিনটায় এ মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরার ভাটি কালিসীমা এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬ জন নিহত হন।
গুরুত্র আহত হন ৪ যাত্রীকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তারা হলেন- শাহিন (৩০), বিজয় (২২), আবির (৩৫) ও জিসান (২৫)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হতাহতরা সবাই নারায়ণগঞ্জের বন্দর থানার দেউলি গ্রামের বাসিন্দা। তারা মাইক্রোবাসে করে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশের এসআই প্রেমধন জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে পাঁচজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত হন আরও চারজন। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনও যাত্রী তেমন আহত হননি।
এ দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে প্রায় ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/ওয়াসিফ/কালাম