নিহত শাকিল আহমেদ সখীপুর উপজেলার বহুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে এবং টাঙ্গাইল শহরের হাজী আবুল হোসেন ইন্সটিউট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, মোটরসাইকেলে যোগে কলেজছাত্র শাকিল এবং তার বন্ধু সোহাগ ঘুরতে বের হয়। পথিমধ্যে সল্লা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়।