আটক শহীদুল ও আরিফুল

গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করে র‍্যাব-৪। এ সময় তাদের থেকে আনুমানিক মূল্য ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকার গার্মেন্টস সামগ্রী উদ্ধার করা হয় ।

সোমবার র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ডেইলি বাংলাদেশকে এসব তথ্য জানান।

সাজেদুল ইসলাম বলেন, গত ৭ ফেব্রুয়ারি পল্লবীর সেকশন-১১, ব্লক-এ, নীলা ফ্যাশন হাউজের মালিক তার গোডাউনে ৬৪ লাখ ১১ হাজার ৩৭৫ টাকার রেডিমেট কাপড়ের মালামাল রেখে চলে যায়। পড়ে ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানের পাশের মোবাইলের দোকানদার তাকে ফোনে জানায়, গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের মালিক ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রক্ষিত গার্মেন্টস সামগ্রী পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৮৮ হাজার ৩১০ টাকা।

ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলে কেরোসিন দেখে আগুন লাগানোর বিষয়টি সন্দেহ হয় জানিয়ে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, পরে এ বিষয়ে খোঁজ নিয়ে ১৭ ফেব্রুয়ারি ঘটনাস্থলের পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সিসি ক্যামেরার ফুটেজের দেখা যায়, ঘটনার দিন ১৪ ফেব্রুয়ারি মো. শহীদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. শাহীন ও অজ্ঞাত নামা আরো ১০-১২ জন গোডাউনের তালা ভেঙে ৯৬টি কাটুন ভর্তি গার্মেন্টস সামগ্রী কাভার্ড ভ্যানে নিয়ে যাচ্ছে।

যার মধ্যে রয়েছে- গ্যাভার্ডিন লেডিস প্যান্ট, ডেনিম মেনস্ প্যান্ট, লেডিস ট্রাউজার, গালর্স ফ্রগ, বয়েজ শার্ট ও লেডিস শার্ট। যার মূল্য প্রায় ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকা। আসামিদের পরিকল্পনামতে আগুন লাগানোর কারণে ক্ষয়ক্ষতি হয় আরো ২০ লাখ ৮৮ হাজার ৩১০ টাকা।