ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে যখন কেইন উইলিয়ামসনকে আউট করেন তখন ভিরাট কোহলি উইলিয়ামসনের দিকে তাকিয়ে গালি দেন এবং দর্শকদের দিকেও বেশ উত্তেজিত অবস্থায় উদযাপন করেন উইকেটটি।
আড়াই দিনের মাথায় ম্যাচ হেরে যাওয়ার পর ভিরাট কোহলি যখন সংবাদ সম্মেলনে আসেন তখন এক সাংবাদিক তার প্রতি প্রশ্ন রাখেন, দ্বিতীয় দিন উইলিয়ামসন যখন আউট হন তখন যে আচরণ কোহলি করেন এ সম্পর্কে।
সাংবাদিক বলেন, আপনাকে দেখা গেছে উইলিয়ামসনকে গালি দিচ্ছেন, দর্শকদের উদ্দেশ্যে গালি দিচ্ছেন। আপনি কী মনে করেন না ভারতের অধিনায়ক হিসেবে আরো ভালো উদাহরণ আপনি দাঁড় করাতে পারেন?
কোহলি তখন পাল্টা প্রশ্ন করেন, আপনি কী মনে করেন?
আবারো সাংবাদিকের প্রশ্ন, আমি প্রশ্ন করছি।
কোহলি বলেন, আমিও উত্তর চাচ্ছি।
কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন সাচিন, সৌরভের
জাসপ্রীত বুমরাহ কি কোহলির সেরা অস্ত্র?
এক টেস্টে মুশফিকরা পাবেন ছয় লাখ, কোহলিরা কতো?
তখন সেই সাংবাদিক বলেন, এনিয়ে বেশ কিছু প্রতিবেদন হয়েছে। আমার প্রশ্ন আপনি কি আরো ভালো দৃষ্টান্ত হতে পারেন বলে মনে করেন?
কোহলি তখন বেশ কড়া জবাব দেন, “আপনার আগে জানা উচিৎ আসলে কী হয়েছে। এরপর যখন ফিরবেন আরো ভালো প্রশ্ন আশা করি আপনার থেকে।”
“যা হয়েছে সেটা নিয়ে অর্ধেক প্রশ্ন ও অর্ধেক বিবরণ নিয়ে এখানে আসতে পারেন না।”
কোহলি বলেন, “আপনি যদি বিতর্ক তৈরি করতে চান তাহলে এটা উপযুক্ত জায়গা নয়।”
কোহলি আত্মপক্ষ সমর্থনে বলেন তিনি ম্যাচ রেফারির সাথে কথা বলেছেন এবং ম্যাচ রেফারি এই ঘটনায় কোনো সমস্যা দেখেন না।
হ্যাগলে ওভালে জসপ্রিত বুমরার বলে আউট হন কেইন উইলিয়ামনস। প্রথম সেশনে যখন উইলিয়ামসন আউট হন তখন কোহলি বেশ উত্তেজিত প্রতিক্রিয়া দেখান।
তবে উইলিয়ামসনকেও সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হয় এ বিষয়ে তখন তিনি বলেন, “এটা নিয়ে অতিরিক্ত প্রশ্ন করার কিছু নেই, কোহলি আবেগপ্রবণ। এটা হতেই পারে।”
নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে তিন ফরম্যাটের এই একটি বেশ ঘটনাবহুল সিরিজ শেষ হলো।
প্রথমে টি টোয়েন্টিতে ভারত ৫-০তে জয় পায়, এরপর ওয়ানডেতে ৩-০তে জয় পায় নিউজিল্যান্ড। এবং টেস্টে স্বাগতিক দল ২-০ ব্যবধানে জেতে।