বসুন্ধরা ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপে নিজ নিজ খেলায় জিতেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ব্যাংক এশিয়া।

মিরপুরের সিটি ক্লাব মাঠে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এসবিএসি ব্যাংক। 

শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান করে এবি ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ইমতিয়াজ। এছাড়া রেজওয়ানুলের ব্যাট থেকে আসে ৩৩ রান।

.বল হাতে এসবিএসি ব্যাংকের সাদেকুল ৩ ওভারে ১১ রান খরচে ৪ উইকেট তুলে নেন। 

জবাবে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় এসবিএসি ব্যাংক। ব্যাটিংয়ে ৩৮ বলে ৪৯ রান করেন আহসান আর ২৯ বলে ৪২ রান করেন নিজাম।

.ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এসবিএসি ব্যাংকের সাদেকুল।

দিনের অন্য ম্যাচে ঢাকা ব্যাংককে ১৭ রানে হারিয়েছে ব্যাংক এশিয়া। 

টসে জিতে ব্যাটিং বেছে নেয় ব্যাংক এশিয়া। সাদরুল (৪৬ বলে ৫৯ রান) ও মাহমুদুলের (৩৪ বলে ৪১) দারুণ দুটি ইনিংসে ভর করে ২০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৬ রান।

.বল হাতে ঢাকা ব্যাংকের হয়ে ২৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন সামিউল।

জবাবে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রশিদ।

বল হাতে ব্যাংক এশিয়ার আখতারুজ্জামান ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

.ম্যাচ সেরা নির্বাচিত হন ব্যাংক এশিয়ার ব্যাটসম্যান সাদরুল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএইচএম