অনলাইন ডেস্ক : সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন বিয়ে করতে যাচ্ছেন- হঠাৎই শোবিজে এমন একটি গুঞ্জন জোরালো হয়ে ভেসে বেড়াচ্ছে গতকাল সকাল থেকে। ২০শে মে দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা তানিয়ার বাম হাতের অনামিকায় আংটিসহ একটি ছবির সূত্র ধরেই এ গুঞ্জনের জন্ম। কারণ, বেশ ক’মাস যাবৎ সংগীতশিল্পী বাপ্পা মজুুমদার এবং অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সংসারে ভাঙনের খবর শোনা যাচ্ছিল। সে সঙ্গে ভেসে বেড়াচ্ছিল তানিয়া হোসাইনের সঙ্গে বাপ্পার প্রেমের খবরও। আংটিসমেত তানিয়ার অনামিকার ছবি প্রকাশের পর সব হিসেব মিলিয়ে তৈরি হয় বাপ্পা-তানিয়ার বিয়ের গুঞ্জন। সে গুঞ্জনে বলা হচ্ছে, দু’জনে ইতিমধ্যে এনগেজমেন্ট সেরে ফেলেছেন।
আর বিয়ের কাজটি সারবেন অচিরেই। বিষয়টি নিয়ে তানিয়া হোসাইনের সঙ্গে মানবজমিন থেকে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। আর বাপ্পা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, আমি কয়েকদিন থেকে জ্বরে ভুগছি। মাত্র জ্বর থেকে উঠেছি। আগামীকাল (আজ) এই বিষয়ে অফিসিয়ালি একটি স্টেটমেন্ট দেবো। আমি চাই না এটি নিয়ে কেউ জলঘোলা করুক। সবাইকে একটা দিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত, তানিয়া এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন উপস্থাপক এবং চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসকে। এদিকে বাপ্পা-তানিয়ার এনগেজমেন্টের বিষয়ে চাঁদনীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে আমিও খুব শিগগির সবার কাছে বাপ্পার বিষয়ে মুখ খুলবো।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.