অনলাইন ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে কেরালার কোজিকডি হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত ওই দুই ব্যক্তিকে কোজিকডি হাসপাতালের ‘আইসোলেশন’ ওয়ার্ডে রাখা হয়েছিল।
জানা গেছে, ওই দুই ব্যক্তির নাম রাজন ও আসোকান। তারা উভয়ই কেরালার কোজিকডি জেলার বাসিন্দা।
এদিকে, মৃত ওই দুই ব্যক্তিসহ ৪৮ জনের রক্তের নমুনা পুনে ইনষ্টিটিউট অব ভাইরোলজি-তে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ৪৮ জন্য নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।