দেশীয় ঐতিহ্যের সঙ্গে জাপানি ঐতিহ্যের সংমিশ্রণে নতুন ডিজাইনের পোশাক নিয়ে এলো গ্রামীণ ইউনিক্লো। এসব পোশাক প্রচলিত ধারার বাইরে এক নতুন মাত্রা সংযোজন করবে তরুণদের ফ্যাশন সচেতনতায়।
জাপানের বিভিন্ন ঐতিহ্যকে উপজীব্য করে তৈরি করা হয়েছে গ্রামীণ ইউনিক্লো’র নতুন এই কালেকশন। ছেলেদের জন্য শার্ট, সলিড, স্ট্রাইপড ও প্রিন্টেড পোলো শার্ট, টি-শার্ট, জিনস্, চিনো প্যান্টস্, ইজি প্যান্টস্সহ বিভিন্ন আইটেম এবং মেয়েদের জন্য কামিজ, টপস্, টিউনিক, জিনস্, লেগিংস ও পালাজ্জো।
সাধ্যের মধ্যে গ্রামীণ ইউনিক্লোর পোশাকগুলো বসুন্ধরা সিটি, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন ও মিরপুরসহ সব শোরুমেই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআইএস