মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নতুন মার্স ল্যান্ডার জানিয়েছে ভূমিকম্প হলে পৃথিবীর মতো মঙ্গলগ্রহও কেঁপে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের পর যে ‘আফটার শক’ হয়, তাতেও কাঁপে এই লাল গ্রহ।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে জানান, মহাকাশযান থেকে সিসমোমিটার (কম্পন পরিমাপক যন্ত্র) দিয়ে মঙ্গল গ্রহের কম্পন শনাক্ত করেছে।
বিডি প্রতিদিন/হিমেল