অগ্নিগর্ভ দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা

কলকাতা ছাড়ার আগে দেশে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় শহর থেকে উড়িষ্যায় ভুবনেশ্বরের প্লেন ধরার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমগ্র দেশের মানুষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। উড়িষ্যায় বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর সভাপতিত্বে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মমতা। 

নতুন নাগরিকত্ব আইন (সিএএ)-র বিরোধিতাকে ঘিরে অগ্নিগর্ভ দিল্লি। চিন্তিত দেশের রাজনৈতিক মহল। তা নিয়ে মমতার প্রতিক্রিয়া, যা চলছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিডি প্রতিদিন/ফারজানা