বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম নিলুফার ইয়াসমিন।
ঢাকা কাস্টম হাউসের (প্রিভেন্টিভ) সহকারী কমিশনার সোলাইমান সাইফ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ও কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করতে থাকে।
গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির সময় বৃহস্পতিবার রাত ১২ টার ব্যাংকক থেকে আসা ফ্লাইট নম্বর-SL224 এর যাত্রী নিলুফার ইয়াসমিনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার রেক্টামে ১৪ সোনার বার পাওয়া যায়। আটককৃত সোনার ওজন ১ কেজি ৩৭০ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।