ছবি: ডেইলি বাংলাদেশ

বৃহস্পতিবার রাত ১২ টার  দিকে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম নিলুফার ইয়াসমিন।

ঢাকা কাস্টম হাউসের (প্রিভেন্টিভ) সহকারী কমিশনার সোলাইমান সাইফ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ও কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করতে থাকে। 

গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির সময় বৃহস্পতিবার রাত ১২ টার  ব্যাংকক থেকে আসা ফ্লাইট নম্বর-SL224 এর যাত্রী নিলুফার ইয়াসমিনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার রেক্টামে ১৪ সোনার বার পাওয়া যায়।  আটককৃত সোনার ওজন ১ কেজি ৩৭০ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায়  ৭০ লাখ টাকা।

আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।