বিয়ে করেছেন এক সপ্তাহ আগে। তার গায়ে নতুন বউয়ের গন্ধ। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টানা সেলিব্রেশন যেন এখনও চলছে। এর মধ্যেই বিয়ের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
বিয়ের আগে থেকেও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল অডিয়েন্সের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। কখনও ককটেল পার্টি, কখনও গায়েহলুদ, কখনও বা সিঁদুরদান-রাজ-শুভশ্রীর বিয়ের মুহূর্ত ছড়িয়ে পড়েছে ওয়েব মিডিয়ায়। ‘মিসেস রাজ চক্রবর্তী’ ক্যাপশন দিয়েও বিয়ের পরের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। ভাইরাল হয়েছিল বিয়ের সময় শুভশ্রীকে দেয়া রাজের উড়ন্ত চুমু।
এবার কাজে ফেরার পালা। খুব দ্রুত ফ্লোরে ফিরবেন শুভশ্রী। তবে রাজের ‘কাটমান্ডু টু কম্বোডিয়া’ আপাতত হচ্ছে না। পর পর অভিনেতারা ব্যাকআউট করছেন। সুতরাং, ছবির কাজ এই মুহূর্তে শিকেয়। পরিচালকের ‘টং লিং’ হচ্ছে না। ‘সিরাজউদ্দৌলা’ কবে হবে ঠিক নেই। এর মধ্যে বাতিল হলো ‘কাটমান্ডু টু কম্বোডিয়া’ও। তবে রাজ চক্রবর্তী বসে থাকার বান্দা নন। তিনি নতুন প্রজেক্টে হাত দিয়েছেন। চলছে চিত্রনাট্য লেখার কাজ। কাস্টিংও মোটামুটি তৈরি বলেই শোনা যাচ্ছে।