দর্পণ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে চীন সফর বাতিল করেছেন জেমস বন্ড।
চলতি বছরের এপ্রিলে ‘নো টাইম টু ডাই’ সিনেমা মুক্তি উপলক্ষে চীনের বেইজিং সফরে যাওয়ার কথা ছিল জেমস বন্ড ও তার টিমের। কিন্তু দেশটিতে সম্প্রতি করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। তাই এই সফর বাতিল করেছেন জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ।

‘নো টাইম টু ডাই’ সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেগ তার পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস, বেন হিশাও, ররি কিনার, জেফ্রি রাইট, লিয়া সেদুও, ক্রিস্টফ ভালৎজ এবং রেফ ফাইঞ্জ-এর করা পূর্ববর্তী চলচ্চিত্রগুলোর ভূমিকাতে অভিনয় করেছেন রামি মালেক, আনা ডি আরমাস, লাসনা লঞ্চ, ডেভিড ডেনিসেক, ডালি বেনসালাহ এবং বিলি ম্যাগনুসেন। ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা।