দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সমবায় প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী আর নেই। তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। যুবলীগের সাবেক সহ-সম্পাদক ও তার জুনিয়র অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রহমত আলী। এসব সমস্যা নিয়ে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
রহমত আলী আওয়ামী লীগের বর্তমান কমিটিতে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ছিলেন। তিনি যুবলীগের সাবেক সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন।

প্রধানমন্ত্রীর শোক
রহমত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

এছাড়া রহমত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

গাজীপুর-৩ আসন থেকে একাধারে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন রহমত আলী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি, বাংলাদেশ কৃষক লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।