সাইফকে কী বলেছিলেন রানি? সাইফের কথায়, রানি আমায় বলেছিল, এমন আচরণ করবে যেন তুমি কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছ। সম্পর্কের মধ্যে ‘জেন্ডার’ নিয়ে আসবে না। দু’জনেই সমান। সম্পর্কে দু’জনের অবদানই রয়েছে। যদি দু’জনেই কাজ কর, দেখবে আর কোনো সমস্যা হবে না। 

সে কথাই নাকি অক্ষরে অক্ষরে মেনেছেন সাইফ। কারিনা নারী বলে কখনো তাকে দুর্বল মনে করেননি তিনি। সংসারে দু’জনের অবদানই সমান। যে কোনো ব্যাপারে সিদ্ধান্তও দু’জনে একসঙ্গে নিয়ে থাকেন। আর সেটাই তাদের সুখী দাম্পত্যের মুলে ছিলো।

স্ত্রী-র তারিফ করে সাইফ বলেছেন, তুমি খুব গোছানো। যেভাবে তুমি ঘড়ি ধরে কাজ কর, তা সত্যিই প্রশংসনীয়।

২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে জন্ম হয় সাইফ-কারিনার ছেলে তৈমুর আলি খান।