দর্পণ ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজেদের মতো করে উদযাপন করলেন বলিউডের আলোচিত জুটিগুলো। এদের মধ্যে আছেন রণবীর সিং-দীপিকা পাডুকোন, সোনম কাপুর-আনন্দ আহুজা, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ভ্যালেন্টাইন উইকে রণবীর আর দীপিকা পাড়ুকোন বিচ ভেকেশনে ছুটি কাটাতে যান। তবে বেড়ানোর জায়গা গোপন রাখলেও হ্যাশট্যাগ হিজ়অ্যান্ডহারস দিয়ে ছবি পোস্ট করেছেন দীপিকা। রণবীরের মাস্ক লাগানো ছবিতে আবার মজা করে ‘ক্লিওপেট্রা খুবই ব্যস্ত’ ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। এর জবাবে রণবীর লিখেছেন, ‘আমার সুন্দর ত্বকের রহস্য তো তুমি।’

এদিকে বলিউডের আর এক জুটি সোনম কপূর-আনন্দ আহুজাও তাদের প্রেমের বহিঃপ্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৬ সালে প্রথম বার আনন্দের সঙ্গে প্যারিসে গিয়েছিলেন সোনম। আইফেল টাওয়ারের সামনে নিজেদের চুম্বনের ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানে আনন্দের মন্তব্য, ‘ম্যাজিক্যাল বাট স্ক্যান্ডেলাস!’

এছাড়া পিছিয়ে নেই টুইঙ্কল খান্নাও। নিজের ব্যক্তিগত কলামে ‘জেলে না গিয়ে, কেমন করে বিয়ে বাঁচাবেন’ নিয়ে একটি চমকপ্রদ লেখা লিখে ফেলেছেন। খোলসা করেছেন, কেমন ভাবে তিনি অক্ষয়ের আইপ্যাডের পাসওয়ার্ড বদলে দিয়েছিলেন, যা আজও অক্ষয় উদ্ধার করে উঠতে পারেননি।