পুর্নগঠিত সেন্সর বোর্ডের সদস্য হলেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। এক বছরের জন্য ফের নিয়োগ পেয়েছেন তিনি। গত ৬ ফেব্রুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগেরবারও তিনি এ দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে অরুনা বিশ্বাস বলেন, সেন্সর বোর্ডের সদস্য পদটি আমার জন্য অনেক সম্মানের, গর্বেরও। কারণ আমি বিশ্বাস করি, চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ তথা সমাজ বদলের হাতিয়ার।

আর সেই দর্পণে দর্শক কী দেখবেন, তা নিশ্চিত করার নেপথ্য একজন মানুষ হিসেবে আমি কাজ কররো আবারও। আগেরবারও আমি আমার কাজে সর্বোচ্চ সচেতন ও নীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করেছি। এবারও তাই করবো। দেশ গঠনে সিনেমা যেনো সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে, সে বিষয়টি মাথায় রেখেই আমার দায়িত্বটি পালন করবো।

এদিকে গোলাম সোহরার দোদুল পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘ভালোবাসার আলো আঁধার’- এ নিয়মিত অভিনয় করছেন অরুনা বিশ্বাস। এছাড়াও এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমায় কাজ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ওএফবি