সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এই টেলিফোন বুথটি।
দীর্ঘ কয়েক বছর পর দেশের মাটিতে নেমে যত দ্রুত সম্ভব বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা প্রিয়জনদের দেখা জরুরি। কিন্তু তার থেকে বেশি জরুরি প্রিয়জনদের অবস্থান নিশ্চিত করা। শাহজালাল বিমানবন্দরে নেমে এক মিনিট ফোনের অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।
এমন ভোগান্তির কথা চিন্তা করেই শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রি তে কল করে দ্রুত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাহিদুল ইসলাম নামের একজন একটি লেখা শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে চালু হলো প্রবাসী যাত্রীদের জন্য ফ্রি টেলিফোন সুবিধা। বিমানবন্দরে নামার পর প্রিয়জনের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা খুবই প্রয়োজন হয়। ইমিগ্রেশন পার হওয়ার পর ফ্রি টেলিফোন বুথটি দেখতে পাবেন।
বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর নেটওয়ার্ক কোম্পানি সিম বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম ক্রয় করতে পারবেন।