বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে বরিশাল-লাকুটিয়া সড়কের রেইন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি এলাকা থেকে উদ্ধারকৃত শিশুটির দেহে পচন ধরেছে। শিশুটির যৌনাঙ্গ বিকৃত থাকায় ছেলে না মেয়ে প্রাথমিকভাবে তা সনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসির ধারনা সদ্যজাত শিশুটি অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে দু-একদিন পূর্বে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/হিমেল