সাধারণ বিমা কর্পোরেশনের তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পিপলস পলিসি অফ এক্সিডেন্ট (পিপিএ) নামে একটি বিমা রয়েছে। ৬০ টাকা প্রিমিয়ামের সঙ্গে ৯ টাকা ভ্যাটসহ মোট ৬৯ টাকা দিয়ে এই বিমাটি করতে পারছেন গ্রাহকরা। এই পলিসির ক্ষতিপূরণ সর্বোচ্চ ১ লাখ টাকা।

এই পলিসির আদলে ১০০ টাকার প্রিমিয়াম নিয়ে ২ লাখ টাকার বিমার অংক ধরে প্রস্তাবনা দেয়া হয়েছে। কেউ এই বিমা সেবা গ্রহণ করে মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হবে সর্বোচ্চ ২ লাখ টাকা। বিমাকারী কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অঙ্গহানি হলেও এর ক্ষতিপূরণ পাবেন। একটি অঙ্গহানি হলে ৫০ হাজার টাকা আর দুটি অঙ্গহানি হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে।

এই সংক্রান্ত একটি প্রস্তাবনা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে জমা দিয়েছে এসবিসি। আইডিআরএ চূড়ান্ত অনুমোদন দেয়ার পর সাধারণ বিমা কর্পোরেশন কার্যক্রম শুরু করবে।

এ বিষয়ে এসবিসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার হোসেন জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সুরক্ষা পলিসি’ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রস্তাব অনুমোদন হলেই প্রথমে সাধারণ বিমা কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের এই বিমার আওতায় আনা হবে। এই বিমার আওতায় মেজর অঙ্গহানি যেমন দুর্ঘটনায় কারো হাত, পা ও চোখ এর কোনো একটি ক্ষতি হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। আর যদি দুটি অঙ্গহানি হয় তাহলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবে।