এলজি অ্যাম্বেসেডর প্রোগ্রাম-২০১৯ এর আওতায় গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার বাঙ্গিবেচা সদরের মানবপল্লী গ্রামে বাস্তবায়িত হয়ে গেল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে ভেড়া বিতরণ প্রকল্প।
উক্ত অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ২৫ জন সদস্যের মধ্যে ১ জোড়া করে সর্বমোট ৫০টি ভেড়া প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ভেড়া রক্ষণাবেক্ষণের জন্য প্রথম কিস্তি হিসেবে এককালীন অর্থ এবং প্লাস্টিক বোল প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ