পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানোর যে হুমকি দিয়েছেন সেটিকে পাত্তা দিচ্ছে না তার দেশ। এমন এক ব্যক্তি এ হুমকি দিয়েছেন যার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে তুর্কি সেনাদের ওপর হামলার জন্য সিরিয়ার সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে তুর্কি সেনাদের ওপর সিরীয় সেনাবাহিনীর হামলার পর এ হুঁশিয়ারি দেন তিনি।

তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির এক সভায় দেয়া ভাষণে এরদোগান আরো বলেন, এখন থেকে যদি একজন তুর্কি সেনাও আহত হয় তবে সিরিয়ার যে কোনো জায়গায় তাদের সেনাদের ওপর আঘাত করা হবে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল তুর্কি সেনাদের দু’টি বিশাল বহর সিরিয়ায় অনুপ্রবেশ করেছে। বহর দু’টিতে রয়েছে ১০০ সাঁজোয়া যান ও অনেকগুলো ট্যাংক। এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনারা ইদলিব প্রদেশে ঢুকে পড়লে সিরিয়ার সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়। সেই হামলায় অনেক তুর্কি সেনা হতাহত হয় বলে জানা গেছে।

কুর্দি বিদ্রোহীদের দমন করার কথা বলে সিরিয়ার ইদলিব প্রদেশে অন্তত ১২ টি সেনা ছাউনি স্থাপন করেছে তুরস্ক। এই কাজে সিরিয়ার অনুমতি না নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে দেশটি।

সূত্র- পার্সটুডে